এফএনএস স্পোর্টস: ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক-এর ১৬২তম সংস্করণে জায়গা করে নিয়েছে বছরের সেরা পারফরমাররা। ২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে পুরুষ ও নারী বিভাগে শীর্ষ সম্মান কুড়িয়ে নিয়েছেন ভারতের দুই ক্রিকেটার- জসপ্রিত বুমরাহ ও স্মৃতি মান্ধানা। পাশাপাশি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান।
গায়ের পোশাক বা বলের রঙ যাই হোক, গত বছর ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ ছিলেন বল হাতে যেন এক অনন্য শিল্পী। বিশে^র একমাত্র বোলার হিসেবে ২০ রানের নিচে গড়ে টেস্টে ২০০ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি। পুরো বছরজুড়ে তার বোলিং ছিল কার্যকর, ধারাবাহিক এবং নির্ভরতার প্রতীক।
বিশেষ করে ভারতের টি-টোয়েন্টি বিশ^কাপ জয় বুমরাহর অবিশ^াস্য বোলিং ছাড়া কল্পনাই করা যায় না। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজেও ১৩.০৬ গড়ে ৩২ উইকেট নিয়ে চমক দেখান। উইজডেন সম্পাদক লরেন্স বুথ লেখেন, “ছঁরঃব ংরসঢ়ষু ঃযব ংঃধৎ ড়ভ ঃযব ুবধৎ”।
বুমরাহ উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হওয়ার মধ্য দিয়ে এই সম্মান পাওয়া চতুর্থ ভারতীয় ক্রিকেটার হলেন। এর আগে এই তালিকায় ছিলেন শেবাগ, শচীন ও কোহলি।
নারী ক্রিকেটে ভারতের স্মৃতি মান্ধানা গত বছর যেন ছিলেন একার রাজ্যে। তিন ফরম্যাট মিলিয়ে করেছেন ১,৬৫৯ রান, যা নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ। রয়েছে চারটি ওয়ানডে সেঞ্চুরি, একটি টেস্ট ইনিংসে ১৪৯ রান এবং আইপিএলে বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের কৃতিত্বপূর্ণ নেতৃত্ব।
২০১৮ সালের পর আবারো উইজডেনের ‘লিডিং উইমেন’স ক্রিকেটার’ হওয়ার গৌরব অর্জন করলেন মান্ধানা। ভারতের পক্ষে আগের স্বীকৃতি পেয়েছেন কেবল মিতালি রাজ।
২০২৪ সালে শুধু আগ্রাসী ব্যাটিং নয়, টি-টোয়েন্টি ফরম্যাটে রীতিমতো রেকর্ড বন্যা বইয়ে দিয়েছেন নিকোলাস পুরান। ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ২,৩৩১ রান। ছক্কার ফুলঝুরিতে ভেঙেছেন গেইলের ১৩৫ ছক্কার রেকর্ড, নিজে মেরেছেন ১৭০টি। মোহাম্মদ রিজওয়ানের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও ছাড়িয়ে গেছেন অনেক ব্যবধানে।
উইজডেনের ঐতিহ্যবাহী ‘ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’ তালিকায় এবার জায়গা পেয়েছেন গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, ড্যান ওরাল, লিয়াম ডসন ও সোফি এক্লেস্টোন।
ক্স অ্যাটকিনসন: অভিষেক টেস্টেই লর্ডসে ১২ উইকেট ও পুরো মৌসুমে ৫২ উইকেট।
ক্স স্মিথ: ডেব্যুতে ৭০ রান, এরপর ১ সেঞ্চুরি, ৪ ফিফটি, হ্যাটট্রিকসহ মোট ৫২ উইকেট।
ক্স ড্যান ওরাল: ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জনের পথে থাকা অস্ট্রেলিয়ান পেসার, কাউন্টিতে ১৬ গড়ে ৫২ উইকেট।
ক্স ডসন: হ্যাম্পশায়ারের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স, ৯৫৬ রান ও ৫৪ উইকেট।
ক্স সোফি এক্লেস্টোন: ইংলিশ গ্রীষ্মে টি-টোয়েন্টিতে দেশসেরা উইকেট শিকারি, ২৬ উইকেট মাত্র ১০ গড়ে।
‘উইজডেন ট্রফি ফর আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল টেস্ট পারফরম্যান্স’ জিতেছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। পুনে টেস্টে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নিয়ে তার দলকে ৩-০ ব্যবধানে সিরিজ জেতাতে সাহায্য করেন, যা ছিল ভারতের মাটিতে বিরল এক হোয়াইটওয়াশ।
বিশ^ ক্রিকেটের অন্যতম সফল পেসার জেমস অ্যান্ডারসনের টেস্ট অবসরের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবারের অ্যালমানাক। এছাড়া প্রয়াত সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্প ও ডেরেক আন্ডারউডকেও স্মরণ করা হয়েছে।