বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

উইন্ডিজ শক্তিশালী দল নিয়েই ভারতের মুখোমুখি হবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২

এফএনএস স্পোর্টস: ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ভারতের কাছে ধোলাই হওয়ার পর এবার টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে উইন্ডিজ। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে প্রথম ম্যাচ। এর আগে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজের জন্যই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন মারকুটে ব্যাটার শিমরন হেটমেয়ার। টি-টোয়েন্টি দল নির্বাচনে অলরাউন্ডারদের গুরুত্ব দিয়েছেন ক্যারিবিয়ান নির্বাচকরা। হেটমেয়ারের পাশাপাশি দলে রাখা হয়েছে জেসন হোল্ডারকেও। উলে­খ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলেননি হেটমেয়ার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে হোল্ডারও দীর্ঘদিন পর দলে ফিরেছিলেন। কিন্তু কভিড সংক্রমণের জন্য প্রথম দুই ম্যাচ তিনি খেলতে পারেননি। ভারত এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর শক্তিশালী দল গঠনের উপর জোর দিয়েছেন ক্যারিবিয়ান নির্বাচকরা। দলে রাখা হয়েছে ওবেড ম্যাকয়, কিমো পল, ডমিনিক ড্রাকসের মতো অল-রাউন্ডারদের। নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। তার ডেপুটি রভম্যান পাওয়েল। অন্যদিকে বিশ্রাম শেষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজ দল : নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্র“কস, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, আকেল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস এবং হেডেন ওয়ালশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com