বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্ট ১ম রাউন্ডের ২য় খেলায় হাজিরপুর জয়ী আশাশুনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২ বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধর মৃত্যু তালার প্রকৌশলী ও ঠিকাদার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! সাতক্ষীরায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ফল প্রকাশ প্রতাপনগরে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত \ শতাধিক হাঁস মুরগীর মৃত্যু নূরনগরে অবৈধ বালি উত্তোলনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ আশাশুনির বড়দলে বিনা চাষে সরিষা আবাদে সাফল্য

উগান্ডায় ভূমিধসে মৃত ১৫, নিখেঁাজ ১১৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ : পূর্ব উগান্ডার বেশ কয়েকটি গ্রামে ভূমিধসের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১০০ জনেরও বেশি নিখেঁাজ রয়েছে, তাদের সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। পূর্ব আফ্রিকার দেশটিতে গত কয়েকদিনে ভারী বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এরপরেই সরকার জাতীয় দুর্যোগ সতর্কতা জারি করে। রাজধানী কাম্পালা থেকে প্রায় পাঁচ ঘণ্টা দূরে পূর্ব বুলামবুলি জেলার মাসুগু গ্রামে গত বুধবার গভীর রাতে ভূমিধস হয়। স্থানীয় মিডিয়ার ছবিতে দেখা যাচ্ছে, মাটির বিশাল অংশ ভেঙ্গে পড়েছে। উগান্ডার পুলিশ এক্স—এ পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, ‘মোট ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এ ছাড়া আরো ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ সেখানে আরো বলা হয়, ‘দুর্ভাগ্যবশত ১১৩ জন এখনও নিখেঁাজ। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, পাঁচটি গ্রাম মাসুগু, নামাচেলে, নাটোলা, নামাগুগু এবং তাগালু ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবিনাহ নাব্বাঞ্জা এনবিএস টেলিভিশনকে জানান, ‘ধরণা করা হচ্ছে নিখেঁাজদের সবার মৃত্যু হয়েছে। ’তিনি বলেন, ‘নিখেঁাজদের লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া অন্তত ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’ জেলা প্রশাসক ফাহিরা এমপালনি গত বৃহস্পতিবার ভোরে বলেছেন, ‘মাসুগু গ্রাম থেকে এ পর্যন্ত একটি শিশুসহ ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্থ এলাকার আকার এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে, বেশ কিছু লোক নিখেঁাজ। সম্ভবত ধ্বংসাবশেষে চাপা পড়েছে।’ উগান্ডার রেড ক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা এক্স—এ বলেছেন, ‘সাতটি শিশুসহ ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৪৫টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংষ হয়ে গেছে।’ পুলিশ জানিয়েছে, ‘দুর্গম রাস্তা, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী যানকে ঘটনাস্থলে পেঁৗছাতে দেরি হওয়ায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।’ উগান্ডা রেড ক্রসের একটি ভিডিওতে দেখানো হয়েছে, একদল মানুষ মরিয়া হয়ে মাটি খুঁড়ছে বেঁচে থাকা লোকদের সন্ধানে। উদ্ধারে সহায়তার জন্য প্রায় ৫০০ সেনা মোতায়েনে কথা বলা হলেও মাত্র ১২০ জন গ্রামে পেঁৗছাতে সক্ষম হয়েছে। উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয় একটি সতর্কতা জারি করে এক্স—এ লিখেছে, ‘উগান্ডার কিছু অংশে গত বুধবার ভারী বৃষ্টিপাতের ফলে অনেক এলাকায় দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নীল নদের একটি উপনদী বৃষ্টির কারণে উপচে পড়ে উত্তর—পশ্চিমাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। আটকে পড়া গাড়ি চালকদের উদ্ধারে জরুরি দল মোতায়েন করা হয়েছে।’ সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com