মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

উপানুষ্ঠানিক ব্যুরোর সহকারী পরিচালকের দায়িত্ব পেলেন সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল জেলা উপানুষ্ঠানিক ব্যুরোর সহকারী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: আব্দুল মালেক স্বাক্ষরিত পত্রে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্বের সাথে অতিরিক্ত দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। অত্যন্ত দায়িত্বশীল এবং প্রতিশ্র“তিশীল শিক্ষার্থী ও শিক্ষক বান্ধব এই কর্মকর্তা সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষা বিস্তর ও প্রসারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, জেলা শহর হতে শুরু করে দুর্গম এলাকার বিদ্যালয় গুলোতে পরিদর্শন শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষক অভিভাকদের সাথে মত বিনিময় সহ শিক্ষাকে এগিয়ে নিতে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। সাম্প্রতিক সময় গুলোতে মহল বিশেষ এই দক্ষ ও সৎ শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা প্রচারনা সহ বিভিন্ন ভাবে হয়রানি করার অপচেষ্টায় লিপ্ত যা শিক্ষক এবং অভিভাবক মহলের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন জানান সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল স্যার অত্যন্ত ভাল এবং তিনি শিক্ষকদের আচ্ছাভাজন, স্যারের সুনামে ও সততায় ইর্ষান্বীত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে যা অনাকাঙ্খিত। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল কে নতুন দায়িত্বের বিষয়ে এবং সাতক্ষীরার প্রাথমিক শিক্ষা বিষয়ে জানতে চাইলে তিনি জানান প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে সরকার যখন যে দায়িত্ব দেবেন সেটাই শিরোধার্য। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পাশাপাশি নতুন দায়িত্ব জেলা উপানুষ্ঠানিক ব্যুরোর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। তিনি বলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী মহোদয়ের নেতৃত্বে জেলা প্রাথমিক শিক্ষা অনেক উচ্চতায় পৌছেছে এবং সফল ভাবে এগিয়ে চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com