বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা সদর নকিপুর ভুলোর মোড় সংলগ্ন হাজী ওয়েজদ্দীন কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ রমজান মঙ্গলবার অত্র মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে মাদ্রাসা সংলগ্ন মসজিদে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, উপজেলা-সদর সংলগ্ন অত্র মাদ্রাসা ও এতিমখানায় ইতিপূর্বে উপজেলা পরিষদের তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও অত্র প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে উপজেলা পরিষদ সর্বদা পাশে থাকবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, সাবেক অধ্যক্ষ আশেক এলাহী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অত্র ইফতার মাহফিল সার্বিক তত্ত¡াবধানে ছিলেন অত্র মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য স ম মাহবুব এলাহী। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মহাতামিম আঃ আজিজ।