রবিবার, ২১ জুলাই ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

এমপি রবির কাছে ভোমরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি অভিযোগ ৯জন ইউপি সদস্য

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ মে, ২০২২

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন এবং সেই সাথে সদরের ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাইল গাজীর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরে প্রতিকার চেয়েছেন ভোমরা ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য। গতকাল বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি কার্যালয়ে যান এসময় ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন ইউনিয়নের ৯জন ইউপি সদস্য। এসময় তারা বলেন, ভোমরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী একজন দূর্নীতিবাজ ও চোরাকারবারী। সে প্রতিনিয়ত আমাদের সামনে ও বিভিন্ন মানুষের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ ও কুরুচিপূর্ণ কথা বার্তা বলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা ছাড়াও বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী একক সিদ্ধান্তে স্বেচ্ছাচারীতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ চালাচ্ছেন। এজন্য ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে অনাস্থা এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সাতক্ষীরা জেলা প্রশাসক, ডিডিএলজি, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দাখিল করেছে ইউপি সদস্য বৃন্দ। দূর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠিন শাস্তি বহিস্কারসহ গ্রেফতারের দাবী জানিয়েছে ৯জন ইউপি সদস্য যথাক্রমে-ইউপি সদস্য মো. আশাবুর রহমান, মো. পলাশ হোসেন, মো. কবির হোসেন, মো. আনছার আলী, মো. সাজ্জাদ আলী, সন্তোষ ঢালী, মো. নেছারুল­া আল-মামুন, মো. আক্তারুজ্জামান বকুণ ও বিএম আব্দুর রহিম প্রমুখ। এসময় ভোমরা ইউনিয়নের ৯জন ইউপি সদস্যের সকল অভিযোগ শুনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি তদন্ত পূর্বক সঠিক বিচারের আশ^াস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com