বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সখিপুর ইউনিয়নে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা “মাসজিদে কুবা” নামাজ আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবতার মনোমুগ্ধতার উচ্চতায় দেবহাটার পাঁচটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশাশুনি তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নূরনগরে জামায়াতের সেটআফ প্রোগ্রাম ও মতবিনিময় শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

ওয়ার্নার-ক্যারির ব্যাটিংয়ে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ডেভিড ওয়ার্নারের ডাবলের পর অ্যালেক্স ক্যারির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষনা করেছে অসিরা। ওয়ার্নার ২০০ ও ক্যারি ১১১ রান করে আউট হন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৮৯ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংস থেকে ৩৮৬ রানের লিড পায় অস্ট্রেলিয়া। পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ইনিংস হার এড়াতে ৯ উইকেট হাতে নিয়ে আরও ৩৭১ রান করতে হবে প্রোটিয়াদের। ওয়ার্নারের ২০০ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৩৮৬ রান করেছিলো অস্ট্রেলিয়া। ২০০ রানে আহত অবসর নেন ওয়ার্নার। ট্রাভিস হেড ৪৮ ও ক্যারি ৯ রানে অপরাজিত ছিলেন। গতকাল বুধবার তৃতীয় দিন হেডকে ৫১ রানে আউট করেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। হেডের আউটে উইকেটে আসেন ওয়ার্নার। ১ বল খেলেই বিদায় নেন শততম টেস্টে দশম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি ও দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ডাবল-সেঞ্চুরি করা ওয়ার্নার। ২৫৫ বল খেলে ১৬টি চার ও ২টি ছক্কায় ২০০ রান করেন ওয়ার্নার। ওয়ার্নার ফিরলে পরের দিকের ব্যাটারদের নিয়ে লড়াই করেছেন ক্যারি। আঙুলের ইনজুরি নিয়ে ব্যাট করতে নামেন ক্যামেরুন গ্রিন। অষ্টম উইকেটে ২৩৬ বলে ১১২ রান যোগ করেন ক্যারি ও গ্রিন। এই জুটিতেই ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন ক্যারি। ব্যক্তিগত ১১১ রানে ক্যারিকে শিকার করেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেন। ১৪৯ বল খেলে ১৩টি চার মারেন ক্যারি। ক্যারির আউটের কিছুক্ষণ পর নিজেদের ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। এ সময় গ্রিন ৫১ ও মিচেল স্টার্ক ১০ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে নাথান লিঁও ২৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার নর্টি ৩টি ও রাবাদা ২টি উইকেট নেন। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৭ ওভার ব্যাট করার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। রানের খাতা খোলার আগেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে আউট হন প্রোটিয়া দলনেতা ডিন এলগার। বৃষ্টির কারণে আগেভাগে শেষ হয় দিনের খেলা। সারেল এরউই ৭ ও থিউনিয়াস ডি ব্র“ইন ৬ রানে অপরাজিত আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com