মহামারী করোনা ভাইরাস গোটা বিশ্ব বিপন্ন এবং বিধ্বস্থ। বিশ্বের দেশে দেশে করোনা প্রাদুর্ভাব এবং সংক্রমন দৃশ্যতঃ বিশ্বকে এক অচেনা পুরীতে পরিনত করেছে। যে কোন মহামারীতে কোটি কোটি মানব সন্তানের আক্রান্ত হওয়া এবং মৃত্যুবরন করার ঘটনা নতুন কিছু নয়। বিশ্বের অপরাপর দেশের ন্যায় আমাদের দেশেও মহামারী করোনা ভাইরাস আক্রমন করেছে। বর্তমান সময় পর্যন্ত উক্ত মহামারী করোনা ভাইরাসের উপস্থিতি বিদ্যমান। গতকালও সারাদেশে করোনায় মৃত্যুবরন করেছে বিশজন। বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাস নিয়ন্ত্রনে, আক্রান্তের সংখ্যা দিনে দিনে হ্যাস পাচ্ছে যা আমাদের দেশ বাসির জন্য সুখের খবর। দুই হাজার বিশ সালে সর্ব প্রথম চীনে করোনা ভাইরাস সনাক্ত হয়। চীনের লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত ও মৃত্যুবরন করে। চীনের পর ইউরোপের দেশে দেশে ছড়িয়ে পড়ে মহামারী করোনা ভাইরাস। বর্তমান সময়ে বিশ্বের কোন কোন দেশে আক্রান্তের সংখ্যা হ্যাস পাচ্ছে আবার কোন কোন দেশে উর্ধমুখি। আমাদের দেশে করোনার ব্যাপক সংক্রমন না ঘটলেও আক্রান্তের সংখ্যা নেহায়েত কম নয়, আশার কথা বর্তমানে সংক্রমন নিম্নমুখি। গতকাল শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষনা করেছেন আগামী বাইশ ফেব্র“য়ারী হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে স্বশরীরে ক্লাস হবে এবং কঠোর স্বাস্থ্য বিধি মেনেই তবে শ্রেণী কক্ষে উপস্থিত থাকতে হবে। যাদের দুইডোজ টিকা নেওয়া হয়েছে তারাই কেবল শ্রেণি কক্ষে বসে ক্লাসের সুযোগ পাবে। এই মুহুর্তে প্রয়োজন সচেতনতা এবং স্বাস্থ্য বিধি মেনে চলা যে কোন সময় করোনা উর্ধমুখি হতে পারে তাই প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীর বিকল্প নেই।