কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কেরালকাতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোনিয়া লায়লা’র সভাপতিত্বে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো—অর্ডিনেটর মোস্তাক আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি সদস্য মুজিবর রহমান, মোস্তফা কামাল, মোছা: কহিনুর, শাহাজুল ইসলাম, মনোয়ারা, শিক্ষক আজিজুর রহমান, নুর ইসলাম, ছবিনা খাতুন, সমাজসেবক আনছার আলী, মামুন হোসাইন, আজগর আলী, ব্যবসায়ী আলাউদ্দীনসহ সাংবাদিক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এনজিও কর্মী ও যুব প্রতিনিধিরা। সভায় গ্রাম আদালতের আইনগত বিভিন্ন বিষয়, আদালত পরিচালনার নিয়ম, ইউনিয়নের জনগন গ্রাম আদালতের মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারে, গ্রাম আদালতের করনীয় ও সেবা পাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়। শেষে বিভিন্ন প্রদর্শনী করা হয়। এর আগে গত রবিবার উপজেলার হেলাতলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রসংগত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।