শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ শিক্ষক—কর্মচারীর আশাশুনি যুব দলের প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল আশাশুনি সদরের ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকে চুরি সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জনের প্রেস ব্রিফিং তালায় দশম শ্রেনীর ছাত্রীর চিরকুট লিখে আত্নহত্যা আটুলিয়ায় যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আশাশুনি ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সুন্দরবনে অভয়ারণ্যে এলাকায় মাছ ধরার অপরাধে ট্রলার সহ ৪ জেলে আটক ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা

কলারোয়ার কৃতি সন্তান ’আব্দুল হাকিম বাংলাদেশ ব্যাংক’র নির্বাহী পরিচালক হলেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান আব্দুল হাকিম বাংলাদেশ ব্যাংক’র নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। গত ৮ জুন পদোন্নতি লাভ করে তিনি বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসে যোগদান করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগের পরিচালক হিসাবে কর্মরত থাকা অবস্থায় নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ ব্যাংক’র নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল হাকিম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত মুজিবর রহমান সরদার ও কদবানু বিবি’র প্রথম পুত্র সন্তান। শিক্ষাজীবনে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল ও কলারোয়া সরকারী কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে বিএসসি (অনার্স), এমএসসি (ফলিত গণিত), পরবর্তীতে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রী অর্জন করেন এবং ডিন্স এওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। ঢাকাস্থ কলারোয়া সরকারী কলেজের এক্স স্টুডেন্টস সোসাইটি’র অন্যতম উপদেষ্টা ও সাতক্ষীরা সমিতির আজীবন সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল এলামনাই এসোসিয়েশন ও গণিত বিভাগ এলামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য। চাকুরীজীবনে আব্দুল হাকিম ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করে কলারোয়ার মুখ উজ্জ্বল করেন। সুদীর্ঘ নয় মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ ব্যাংক, রাজশাহীতে যোগদান করেন। এ ছাড়া তিনি প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগ, প্রশাসন বিভাগ (বর্তমান নামঃ হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট), ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস ও গভর্নর সচিবালয়ে মহাব্যবস্থাপক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি কৃষি ঋণ বিভাগে উপমহাব্যবস্থাপক পদে থাকাকালীন কৃষি ও পল­ী ঋণ নীতিমালা প্রণয়নে উল্যেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ এওয়ার্ড প্রাপ্ত হন। কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি শ্রীলংকা, থাইল্যান্ড, ভারত, নেপাল, কেনিয়া ও জার্মানীতে অনুষ্ঠিত বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ, এক্সপোজার ভিজিটে অংশগ্রহণ করেন। তিনি ব্যাংলাদেশ কৃষি ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ-এ ব্যবস্থাপনা কমিটির সরকার মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বঙ্গবন্ধু কৃষি পুরষ্কার বাছাই কমিটির সদস্য (বিকল্প) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কলারোয়াবাসি ”বাংলাদেশ ব্যাংক’র নির্বাহী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল হাকিমের কর্মময়জীবনের সফলতা কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com