কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় আইএফআইসি ব্যাংকের আযোজনে পিঠা উৎসব (ব্যাংকের ভাষায় প্রতিবেশী উৎসব) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া বাজারের ভাইস চেয়ারম্যান খুকুর মার্কেটে অবস্থিত ২য় তলায় ওই ব্যাংকের উপশাখায় এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। আইএফআইসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হাসানুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, কলারোয়া শাখার ব্যবস্থাপক মোকতার হোসেন, ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন, শিমুল হোসেন,শিশিক্ষা কামরুন্নাহার, গার্মেন্স সমিতির সভাপতি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী আরিফ চৌধুরী, সিরাজুল ইসলাম, তুহিনসহ অর্ধশতাধিক ব্যবসায়ী। আলোচনা শেষে অতিথি এবং উপস্থিত সকলকে পিঠা খাওয়ানো হয়। এদিকে অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক বর্তমানে যে সমস্ত সুযোগ-সুবিধা দিচ্ছে তার উপর গ্রাহকদের উদ্দেশ্যে বিস্তারিত কথা বলেন সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হাসানুর রহমান।