কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন উপজেলার একড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র রুহুল আমিন (৪৫) ও একই গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের পুত্র শাওন হোসেন (২৪)। তারা নিয়মিত মামলার আসামি। থানা সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, শনিবার নিজ এলাকা তাদের আটক করে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।