শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

কলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে। “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থা রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে শিক্ষক সমাজের আয়োজনে এ উপলক্ষে একটি র‌্যালী কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া সরকারী কলেজের অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা কলারোয়ার এমপি এ্যাড.মুস্তফা লুৎফুল­াহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নিবার্হী অফিসার রুলি বিশ্বাস, উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলুবুল, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুছ আলী, অসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষখ আব্দুর রউফ, সহকারী অধ্যাপক আবুল খায়ের, প্রধান শিক্ষক আমানুল­াহ আমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার,হারুন উর রশীদ, উপজেলা শিক্ষা অফিসার, মাওঃ তৌহিদুর রহমান, প্রধান শিক্ষক মুজিবর রহমান প্রমুখ। এ ছাড়া উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিক্ষা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com