মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:০০ অপরাহ্ন

কলারোয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের ভয়াবহতা সমাজের উপর প্রভাব সম্পর্কে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান। এসময় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহবুবর রহমান সান্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান, সহকারী প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেনসহ উপজেলার সকল দপ্তর প্রধান গণ, উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী বৃন্দ ও সমাজের নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com