মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

কলারোয়া পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোমেন আর নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের (বর্তমানে সরকারি) অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ আব্দুল মোমেন ইন্তেকাল করেছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারী) ভোররাত পৌনে ৪টার দিকে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শেখ আব্দুল মোমেনের বাড়ি সাতক্ষীরা সদরের বাঁকালে। তিনি স্বাধীনতারপূর্ব থেকে সুদীর্ঘকাল কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে ২০০২ সালে অবসরগ্রহন করেন। পারিবারিক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল মোমেন দীর্ঘদিন বার্ধক্যজনিতসহ সম্প্রতি ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অতিসম্প্রতি হৃদরোগেও আক্রান্ত হন তিনি। সোমবার (১৪ ফেব্রুয়ারী) রাত পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরার সিসি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সোমবার জোহরের নামাজের পর মরহুমের প্রথম জানাযা নামাজ তার প্রিয় কর্মস্থল কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসলি­ অংশ নেন। জানাযা নামাজ পরিচালনা করেন মরহুমের প্রাক্তন সহকর্মী মাওলানা গোলাম রসুল শাহী। মাস্টার মাওলানা আকবর আলী ও মাস্টার মোস্তফা বাকি বিল­াহ শাহীর পরিচালনায় জানাযাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল­াহ আমান, মরহুমের বড় পুত্র শেখ সাইফুল ইসলাম প্রিন্স প্রমুখ। জানাযা নামাজে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, ইমান আলী শেখ, শেখ আব্দুল মাজেদ, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, শেখ শরীফুজ্জামান তুহিন, সাইফুল ইসলাম বাবু, মমতাজুল ইসলাম চন্দন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শেখ রেজাউল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ জাভিদ হাসান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রভাষক সাংবাদিক আরিফ মাহমুদ, মাস্টার আব্দুর রকিব, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মাস্টার মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, মন্জুরুল করিম, মহিদুল ইসলাম মহিদ, নিয়াজ খান প্রমুখ। প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার উৎপল কুমার সাহাসহ অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্খীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com