বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলছে রস আনতে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাতক্ষীরার ঐতিহ্যের ধারক খেঁজুর রস, গুড়, পাটালী কয়েকদিন পরেই মহাসমারোহে দেখা মেলবে রসের দেবহাটায় কবর থেকে লাশ উত্তোলন আশাশুনি জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়নে কর্মশালা আশাশুনি বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার সম্মাননা পেলেন আলহাজ্ব শাহজাহান জমাদ্দার ডুমুরিয়ায় সোনালী ব্যাংকে খেলাপি ঋণ আদায় ও ঋণ বিতরণ বিষয়ক মতবিনিময় কালিগঞ্জে অসহায় দরিদ্র ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ কালিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

কাজীরহাট কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

কলারোয়া  প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহি কাজীরহাট ডিগ্রী কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণ সভা ও আহতদের আশু সুস্থতায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের আয়োজনে কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ এস এম সহিদুল আলমের সভাপতিত্বে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে অনুষ্ঠিত সভায় স্বরণসভায় বক্তা হিসাবে বক্তব্য রাখেন কলেজের কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাঃ শাহানুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এমএম আব্দুল হাই, কৃষিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সালাউদ্দীন পারভেজ প্রমুখ। পরে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান। এদিকে বৃহস্পতিবার দুপুর দেড়টায় কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক ও ছাত্র অভিভাবক আব্দুস সবুর। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় ‘৩৬ জুলাই” অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষক জহুরুল ইসলাম, শিক্ষক শফিকুল ইসলাম শফি, শিক্ষক স্বপন কুমার সরকার, আব্দুস সালাম, শিক্ষিকা নাসরিন আক্তার, রফিকুল ইসলাম, শিক্ষিকা তহুরা খাতুন, জাহাঙ্গীর হোসেন, শিক্ষিকা সামিয়া খাতুন, মাস্টার বদরুজ্জামান বদরু, মাস্টার শুভংকর মজুমদার, অফিস স্টাফ সাহিদা খাতুন, লিমা খাতুন, তুহিন হোসেনসহ বার্ষিক পরীক্ষায়—২৪’ অংশগ্রহনকারী ছাত্র— ছাত্রীবৃন্দ। সব শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার আব্দুস সালাম। এদিকে কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসায় বৃহস্পতিবার বেলা ১১ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে বৈষম্য বিরোধী আন্দোলন শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থ কামনায় স্মরণসভা, দোয়া করা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস আহমেদ আলীর সভাপতিত্ত্বে এবং শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের পরিচালনায় আলোচনা করেন ছাত্র মোঃ আবুল হোসেন, সহকারী অধ্যাপক শাহনাজ পারভিন, মোঃ মহিদুর রহমান, মোঃ তৌহিদুর রহমান এবং ইসলামি সংগীত পরিবেশন করেন শেখ ফাহিম হাসান, মীর তাজুল ইসলাম। সকল বক্তাগন বৈষম্য বিরোধী আন্দোলনের শ্লোগান গুলো স্মরণ করে বলেন, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের অবদান কে অস্বীকার করলে এবং তাদের প্রতি শ্রদ্ধা ও সন্মান না দেখালে শহীদদের সাথে বেঈমানী করা হবে এবং পতিত স্বৈরাচার আবারো ফিরে আসবে। এজন্য সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতে হবে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস আহমেদ আলী। সমগ্র অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক ও স্টাফ এবং ছাত্র — ছাত্রী গন উপস্থিত ছিলেন। একই দিন সকালে কলারোয়া সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনেবৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ,প্রফেসর. এস. এম আনোয়ারুজ্জামান এঁর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক টি এম মনজুরুল আজাদ। শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মারুফ কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ আহ্বায়ক হোসাইন মাহমুদ, বার্ষিক অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিযোগিতার আহ্বায়ক মোখলেছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ, প্রফেসর. আতিয়ার রহমান, প্রাণি বিভাগ প্রভাষক নাজমুল হোসান, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফারুক হোসেন প্রমুখ।জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার প্রবাহ নিয়ে একক অভিনয় করেন অনার্স তৃতীয় বর্ষ ছাত্র রহমোতুল্লাহ।অহনা পাইন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও সহকারি সাংস্কৃতিক প্রিফেক্ট আফরোজা খাতুন, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের পক্ষ থেকে শেখ ফয়সাল,কাইফুর রহমান, সৈকতসহ কলারোয়া সরকারি কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বক্তব্য শেষে শহিদদের স্মরণে এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক। একইভাবে কলারোয়া পাইলট হাইস্কুল, বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়, আমানুল্লাহ ডিগ্রী কলেজ, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ শিক্ষা কেন্দ্রে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com