স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বৈকারী ইউনিয়নের কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ জামালউদ্দীন, আহছানিয়া আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, মীর শাহীন, শেখ তৌহিদ হাসান, নজরুল ইসলাম, আজিজুর রহমান, তাছলিমা খাতুন, অহিদুজ্জামান প্রমুখ। সভায় অত্র মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে শিক্ষকদের পক্ষে থেকে ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলুকে ফুলেল শুভেচ্ছা জানান।