কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে কালবৈশাখী ঝড়ে লÐভÐ হয়েছে শিমু-রেজা এম.পি কলেজ। গত সোমবার সন্ধ্যায় আকস্মিক এই ঝড়ে কলেজের সেমিপাকা ভবন ও বিজ্ঞানাগারের ব্যাপক ক্ষতি হয়। এ সময় আহত হন কলেজের দুই শিক্ষক। কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা চলমান থাকায় ওই সময় কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা শিক্ষক মিলনায়তনে অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ কালবৈশাখী ঝড়ে আশেপাশের গাছপালা উপড়ে পড়ে ও ভবন কেঁপে ওঠে। শিক্ষক মিলনায়তনের সিলিং ভেঙে পড়লে সমাজকল্যাণ বিভাগের প্রভাষক রোকনুজ্জামান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোহসীন আলী আহত হয়। ঝড়ের সময় বজ্রপাত ও প্রবল বাতাসে বাইরে বের হওয়া অসম্ভব হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসার পর শিক্ষকরা পুনরায় কাজে মনোনিবেশ করেন। তবে কিছুক্ষণ পর দ্বিতীয় দফায় আরও একটি ঝড় আঘাত হানে এবং কলেজের বিজ্ঞান ভবনের টিনের চাল উড়ে যায়। কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ সাংবাদিকদের জানান, ঝড় যেন মরার ওপর খাড়ার ঘা। ২০১১ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রশাসনিক ও একাডেমিক ভবনের দেয়ালে ফাটল থাকায় ভবন দুটি ঝুঁকিপূর্ণ। বিজ্ঞান ভবনের চাল উড়ে যাওয়ায় লক্ষাধিক টাকার সরঞ্জাম খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক ভালো ফলাফল করলেও আজ পর্যন্ত আমরা একটি সরকারি ভবন পাইনি। এমন বৈষম্য মেনে নেওয়া কষ্টকর। কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ইভা পারভীন ও দিপান্তী দে বলেন, “শিক্ষার মান ভালো হলেও অবকাঠামোগত সমস্যা থাকায় অনেকে এই কলেজে ভর্তি হতে চায় না। শিক্ষার্থীদের ও কলেজ কর্তৃপক্ষের দাবি, দ্রæত একাডেমিক ভবন নির্মাণ ও বিজ্ঞান ভবনের সংস্কার জরুরি।