সোমবার, ২২ জুলাই ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

কালিগঞ্জের যত্রতত্র পশু জবাই \ অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারে এবং রাস্তার ধারে যত্রতত্র পশু জবাই করে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করা হচ্ছে। কালিগঞ্জ সদর, নলতা, তারালীসহ আশেপাশের হাট-বাজারগুলোতে পিলখানা না থাকায় যত্রতত্র পশু জবাই করা হচ্ছে। জবাইকৃত পশুর রক্ত ও বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে একদিকে পরিবেশ দুষন হচ্ছে অপরদিকে দূর্গন্ধে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। উক্ত বর্জ্য পদার্থ পঁচে মশা, মাছি জন্ম নিয়ে ছাড়াচ্ছে রোগ জীবানু। এছাড়াও সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক সহ বিভিন্ন রাস্তার ধারে খোলা জায়গায় মাংস বিক্রয় করার নানা রোগ জীবানুযুক্ত ধুলাবালি উড়ে পড়ছে মাংসের উপর। যা খেয়ে নানা রোগাক্রান্ত হচ্ছে ক্রেতা সাধারণ। ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা করার পর পশু জবাই করার সরকারী নীতিমালা থাকলেও তা মানছে না মাংস ব্যবসায়ীরা। অধিক মুনাফা লাভের আশায় রোগাক্রান্ত গরু, ছাগল, মহিষ ও ভেড়া জবাই করা হয় বলেও জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করায় সরকারী আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এসমস্ত মাংস ব্যবসায়ীরা ডাক্তারী পরীক্ষা ছাড়াই রুগ্ন গরু, ছাগল, মহিষ, ভেড়া জবাহ করছে দিদারচ্ছে। যেখানে মাংস বিক্রি করা হয় তার আশেপাশে কুকুরের অবাধ বিচারণ লক্ষ করা যায়। এদিকে আবার প্রায়ই দিনে ও রাতে গরু, মহিষ জাবাই করার জন্য মাইকিং করার কারনে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। কিন্তু এব্যাপারে কারো কোন মাথা ব্যাথা নেই। সরকারী নিতিমালা অনুযায়ী পশু জবাহ করা ব্যবস্থাসহ উক্ত অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com