কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে আইন শৃংঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, থানার সেকেন্ড অফিসার আবু হাসান, কমিটির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান গাজী শওকত হোসেন, চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগজী, শিক্ষক খান আবুল বাশার, জিএম, আবু আব্দুলাহ, নায়েব সুবেদার আরকুল ইসলাম, নায়েব সুবেদার সুজাউল ইসলাম, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হাবিলদার আনিসুর রহমান, হাবিলদার হাবিবুর রহমান প্রমূখ। সভায় উপজেলা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই স্থানে কৃষিঋণ, এনজিও সহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে সমন্বয় কমিটির সভায় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।