কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে প্রতিবন্ধী পুনর্বাসন উন্নয়ন সমিতির উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সমিতির অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। প্রতিবন্ধী পুনর্বাসন উন্নয়ন সমিতির সভাপতি ফজর আলী গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সার্বিক তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকতার্র কার্যালয়ের প্রশাসনিক কর্মকতার্ হোসনেয়ারা খানমসহ সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ১৩০ জন প্রতিবন্ধীকে কম্বল প্রদান করা হয়।