শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

কালিগঞ্জে কৃষকের চাষাবাদ ও খাদ্য অধিকার নিশ্চিতকরণে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জে কৃষকের চাষাবাদ ও খাদ্য অধিকার নিশ্চিতকরণে বিন্দু নারী উন্নয়ন সংগঠন, বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লিউজিইডি), উপক‚লীয় জীবনযাত্রা ও পরিবশে কর্মজোট (ক্লিন) এবং ঋণ ও উন্নয়ন বিষয়ক এশীয় জন-আন্দোলনের (এপিএমডিডি) যৌথ উদ্যোগে ১৭ অক্টোবর সোমবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, এ দেশের কৃষক, জেলেদের যে ক্ষতিসাধন হচ্ছ তা পুরণ ও তাদের রক্ষা করতে হলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো থেকে শর্তহীন প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা নিতে হবে। কিন্তু উন্নত বিশ্ব আমাদের দুর্যোগকে কেন্দ্র করে ঋণের ব্যবসা করতে চায়। এ আচারণের বিরুদ্ধে জলবায়ু ঝুঁকিপ‚র্ণ দেশগুলোর নেতা হিসেবে বাংলাদেশকেই কথা বলতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কৃষক ও জেলে পেশা জীবিদের যীবনযাত্রায় যে সকল সমস্যার সম্মুখিন হচ্ছে তা তাদের পেশাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে এ পেশাজীবী মানুষেরা ক্রমশ হারিয়ে যাবে। কিন্তু এদের রক্ষায় ও পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসম‚হের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না বলে জানান তিনি। কৃষকরা বলেন, জলবায়ু পরির্তনের কারণে দক্ষিণ অঞ্চলসহ সারা দেশে দিনে দিনে কৃষি জমি কমে যাচ্ছে। কৃষক জমি চাষ করতে পারছে না। নদীতে পর্যাপ্ত মাছ না থাকায় এ অঞ্চলের জেলেরা অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছে। আমি এখন ভ্যান চালাতে বাধ্য হয়েছি। তাই আমরা চাই আমাদের জেলে ও কৃষক ভাইদের জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। মানববন্ধনে আল-আমিন, , বিল­াল হোসেন, কানিজ শাইমা, আকলিমাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com