বিশেষ প্রতিনিধি \ চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে রেবেকা খাতুন ডালিম (৪০) নামে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। ৩মে শনিবার রাত পৌনে আটটার দিকে সাতক্ষীরা—কালিগঞ্জ সড়কের নলতার ঘোড়াপোতা— শিবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেবেকা খাতুন ডালিম নলতার শিবপুর গ্রামের মরহুম আনোয়ার হোসেনের মেয়ে। ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, রেবেকা খাতুন ডালিম এক সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থেকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাত পৌনে আটটার দিকে কাজ শেষে নলতা থেকে অন্যের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঘোড়াপোতা— শিবপুর নামক স্থানে পেঁৗছালে তিনি চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।