সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

কালিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ “দূযোর্গ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় দূযোর্গ প্রস্তুতি দিবস উদযাপনে র্যালি, আলোচনা সভা ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে (১০ মার্চ) সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ খাইরুল ইসলামের নেতৃত্বে আগুন নির্বাপণ বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। পরবতীর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অনুজা মণ্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ—সহকারী কৃষি কর্মকর্তা প্রভাত কুমার, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, বিএনপি নেতা আলাউদ্দিন সোহেল, সি.পি.পি কমিটির সদস্য শেখ পারভেজ ইসলাম, টিম লিডার মিয়ারাজ হোসেন, সদস্য মুন্নি খাতুন ও মিশন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সিপিপি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com