সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

কালিগঞ্জে প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় অফিসার্স কল্যাণ ক্লাব মিলনায়তনে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের পরিচালক কি নোট স্পিকার শেখ ফজলুল হক মনি ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে একই জমিতে আন্ত:ফসল, সাথী ফসল, শস্য বিন্যাস, টাওয়ার ও বস্তায় ফসল চাষ ইত্যাদি বিশেষ কলাকৌশল সম্পর্কে ধারণা প্রদান করেন। এসময় বক্তারা বলেন, প্রধান কৃষিখাত সমৃদ্ধ করতে প্রচুর বরাদ্দ দিয়েছে। কৃষিতে স্বর্ণযুগ বানানোর জন্য কৃষকদের পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কৃষি বিপ্লব ঘটাতে পারলে দেশ আরো এগিয়ে যাবে। কৃষিকে বাদ দিলে দেশে কোন ধরণের উন্নয়ন সম্ভব নয়। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি খাত এগিয়ে নিতে পারলে অভাবনীয় সাফল্য আসবেই। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com