কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিলনহ আকবর আলী খান (৫৩) নামের ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার নলতা থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। সে নলতা ইউনিয়নের পূর্ব-নলতা গ্রামের মৃত ফজর আলী খানের ছেলে। থানা সূত্রে জানা গেছে, বাড়ির সামনে বাঁশ বাগানের মধ্যে ফেন্সিডিল লুকিয়ে রেখেছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে থানার উপ-পরিদর্শক মোলা শাহাদাৎ হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে (৪৬ বোতল) ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে আটক করে। থানার ওসি মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেন্সিডিল উদ্ধারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামির বিরুদ্ধে থানায় ২৫ নম্বর মামলা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।