কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলার জাফরপুরে অস্থায়ী হেফজোখানায় ১১ বছরের এক শিশু শিক্ষার্থীকে সাত মাসেরও বেশি সময় ধরে বলাৎকারের অভিযোগে বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্য্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু সাদ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বলাৎকারের শিকার শিক্ষার্থীর পিতা বাদি হয়ে থানায় এই মামলা দায়ের করেন। এদিকে শনিবার সাতক্ষীরার বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের কাছে ২২ জবানবন্দি শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে ঐ শিক্ষার্থীও ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলা হওয়ার খবর জানতে পেরে লাপাত্তা রয়েছেন ঐ শিক্ষক। তবে প্রতিষ্ঠানের বাইরে বলাৎকারের ঘটনা নিয়ে শিক্ষক আবু সাদকে নিয়ে কোথাও কোন মন্তব্য না করার জন্য সকল শিক্ষকের কাছ থেকে শনিবার সকালে স্বাক্ষর করিয়ে নিয়েছেন বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য। বলাৎকারের অভিযোগে মামলা হওয়া শিক্ষক আবু সাদ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের জাহাজঘাটা এলাকার ফজলুল হকের ছেলে। ঐ শিক্ষকের যৌন অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার রাতে বলাৎকারের বিষয়টি বাবাকে জানায় ছেলে। বিষয়টি বৃহষ্পতিবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বরকে অবহিত করে থানার ওসিকে অবহিত করা হয়। থানা ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, বলাৎকারের শিকার ঐ ছেলের পিতা বাদি হয়ে আবু সাদ এর নাম উলেখ করে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করে। শনিবার সাতক্ষীরা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের কাছে ২২ ধারায় জবানবন্দি শেষে সদর হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আবু সাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।