শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন

কালিগঞ্জে বেকারীর মেশিনে হাত গেল শ্রমিকের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে বেকারীর মিক্সার মেশিনে হাত আটকে নুরুজ্জামান (২৩) নামে এক শ্রমিক গুরুত্বর আহত হয়েছে। মর্মান্তিক ঘটনাটি গতকাল সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের পাশর্^বর্তী ব্রাদার্স রুচিরা বেকারীতে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ষ্টশোনের কর্মীরা সেখানে দ্রুত পৌছে মারাত্মক আহত ঐ যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সে উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামের মৃত আব্দুল­াহ ছেলে। জানাগেছে, ব্রাদার্স রুচিরা বেকারীতে নুরুজ্জামান কাজ করতো। বৃহস্পতিবার দুপুরে ময়দা মিক্সার মেশিনে খামির তৈরির কাজ করছিল। মেশিনটি চালু অবস্থায় অসাবধানতার বশত তার ডান হাত মেশিনের ভিতরে আটকে গেলে বাম হাত দিয়ে ছাড়ানো চেষ্টা করলে তার দুই হাত ক্ষতবিক্ষত হয় ও মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেশী জামশেদ আলী বলেন, বেকারীর আটা গোলানো মেশিনে কাজ করার সময় সে মারাত্মক আহত হয়। তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বেকারীর মালিক মোহতাব উদ্দীন বলেন, আমার বেকারীতে একটি দুর্ঘটনা ঘটে গেছে। আহত নুরুজ্জামানকে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে এসেছি। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা সম্পর্কে শুনেছি তবে আহত রোগীর অবস্থা ভীষন খারাপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com