কালিগঞ্জ প্রতিনিধিঃ “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি’র সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ওসাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুৃখ। এসময় বক্তাগন বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করাই ভোক্তা দিবসের মূল উদ্দেশ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় চলছে। এর মধ্যে সামনে রমজান মাস আসছে। বাজার দর স্থিতিশীল রাখতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। ভোক্তা অধিকার আইনে ব্যবসায়িরা পণ্যের দাম বেশী রাখলে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।