কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে যাত্রীবাহী বাসের পাতি ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে পড়ায় কমপক্ষে ১০ ব্যাক্তি আহত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সকাল ৮টায় কালিগঞ্জ-সাতক্ষীরা আঞ্চলিক মহা সড়কের সাদপুর ব্রীজের পাশে দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিরতিহীন এক্সপ্রেস (যশোর-জ-১১-০১৩৫) সাদপুর ব্রীজের উপর উঠার মুহুর্ত্বে ডান পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বেলাল হোসেনের ককশিটের দোকানে ঢুকে পড়ে। এতে করে বাসটির সামনের অংশের গ্লাস ভেঙে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়। তবে গাড়ীটি খালের মধ্যে না পড়ে ককশিটের দোকানের ভেতর ঢুকে পড়ায় বাসযাত্রীরা প্রাণে বেঁচে যায়। আহতদের মধ্যে উপজেলার খুড়মি গ্রামের আজবাহার আলীর ছেলে শহীদুল ইসলাম (৩৬), একই গ্রামের আফছার উদ্দিনের ছেলে মুজিবর রহমান (৪০), আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৬২), ভদ্রখালী গ্রামের সামছুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫০) ও দক্ষিণশ্রীপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে বদর উদ্দিন (৭৫) কে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। বাকীরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, আহতদের মধ্যে অনেকের সাতক্ষীরা আদালতে মামলা থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। শহীদুল ইসলাম ও নজরুল ইসলামের আঘাত গুরুত্বর হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছে।