কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আয়জুল ইসলাম (১৫) নামের এক শিশু ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের দিনমজুর আবু জাফরের ছেলে। ঘটনাটি গতকাল বেলা সাড়ে ১১টায় হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে। সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, তালতলা-টু কালিগঞ্জ সড়কের হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি গাছের সাথে ধাক্কা লাগলে আয়জুল মারাত্বক রক্তাক্ত যখম হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জিরণগাছা নামক স্থানে পৌছালে পথিমধ্যে তার মৃত্যু হয়। থানার ওসি হালিমুর রহমান বাবু ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ভ্যানচালকের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।