কালিগঞ্জ বুরো: কালীগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামুর সভাপতিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলীমুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নাজমুল হক রনি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সদস্য রফিকুল ইসলাম, সদস্য ওহিদুজ্জামান টিটু। উপজেলা আ’লীগের নেতা সজল মুখার্জি, কাজী আব্দুর রহমান, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ মোখলেছুর রহমান মকবুল, মোঃ আব্দুস সবুর, জিএম মহিবুলাহ রনি, শেখ ফাইন, শেখ রাসেল, জিএম সজীব হোসেন সাহেব, আলাউদ্দিন গাজী মোহাম্মদ আব্দুলাহ মোঃ আফজাল হোসেন। এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।