শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন

কালিগঞ্জ গরিব কৃষকের স্বপ্ন কেড়েনিল দূর্বৃত্তরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ স্বপ্ন দোলা দিতে শুরু করেছিল সবুজ ধানের ডগায়, সদ্য দুই পেরিয়ে তিন মাসে কচি মাইজ ভেদ করে সবুজ শিশে ভরে উঠেছিল গরিব কৃষক নজরুল ইসলামের বি আর ২৮ ধানের মাঠ, সাথে সাথে নজরুলের স্বপ্নও বেড়ে উঠছিল ধানের তালে তালে, কিন্তু কে জানত সে স্বপ্নের সাথে সাথে শত্রুর বিষের পেয়ালাও তৈরি ছিল গরিব কৃষকের স্বপ্ন পুড়িয়ে ছাই করার জন্য। কালিকাপুর গ্রামের গহর আলী মোল­ার ছেলে কৃষক নজরুল ইসলামের ১ বিঘা জমিতে গাস মারা (প্যারাকট২০০ এস এল) প্রয়োগে পুড়িয়ে দিয়েছে দূর্বৃতরা। ঘটনাটি ঘটেছে গত ২৫ মার্চ শুক্রবার দিবাগত রাত্রের কোন এক সময় উপজেলার কালিকাপুর গ্রামের তালতলা হাট সংলগ্ন দুনির বিল নামক স্থানে।কৃষক নজরুল ইসলাম জানান, গত দুই মাস আগে স্থানীয় বেসরকারি সংস্থা “উন্নয়ন” থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে প্রতিবেশি সিরাজুল ইসলামের নিকট থেকে দুনির বিলে ৩৩ শতাংশ জমি বর্গা নিয়ে বি আর ২৮ জাতের ধানের আবাদ করে। নিয়মিত পরিচর্যা দেকভালে ধান গুলো যখন কেবল শিশে ভরে উঠেছে ঠিক তখনি দূর্বিত্তরা ঘাস মারা স্পেরে করে পুড়িয়ে দিয়েছে। ২৬ মার্চ শনিবার সকালে পাশ্ববর্তি জমির ধান চাষি শাহারুল ইসলাম দেখতে পান নজরুল ইসলামের খেতের ধানগুলো আগুনে ঝলশানো মত শুকিয়ে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে সমস্ত খেতের ধান গাছ গুলো শুকিয়ে চারিপাশ্বের সবুজের মাঝে একটুকরা সাদা চাদরের মত রুপ ধারণ করে। গরিব কৃষক নজরুল বলেন তার সাথে কারও সত্রুতা নেই। তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখে দূর্বিত্তদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষকে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com