কালিগঞ্জ বুরোঃ কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের পুনর্মিলনীর দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যাপীঠে বিকালে পূর্ব প্রস্তুতি দ্বিতীয় সভায় বন্ধন ৯৪ ব্যাচের ছাত্র ও কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বন্ধন ৯৪ প্রাক্তন ছাত্র মোহাম্মদ রফিকুল ইসলাম, গীতা পাঠ করেন শিশির দত্ত। বক্তব্য রাখেন মোঃ হারুনুর রশিদ, মোঃ সাইফুল ইসলাম, নয়ন দাস, মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা, মোঃ শরিফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফারুক হোসেন মোহাম্মদ রবিউল ইসলাম, সুবীর কুমার ঘোষ, জগদিশ কুমার, মঙ্গল কুমার, এসএম মনিরুজ্জামান মনি, শেখ সাত্তার, শেখ হাফিজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম শিশির কুমার দত্ত সহ বন্ধন ৯৪ ব্যাজের প্রায় ৩০ জন প্রাক্তন ছাত্র। প্রস্তুতি সভায় আগামী ৩০ শে জুন উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠান কলিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে বিকেল পাঁচটা হইতে রাত্রব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ার বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়। ৯৪ বন্ধন ব্যাচের সকল প্রাক্তন ছাত্রদেরকে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার লক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে শিশির শিশির দত্তের নিকট হইতে রেজিস্ট্রেশন ফরম নিয়ে পূরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।