দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ বাঁশদহ মাতৃ সংঘের আয়োজনে বাঁশদহ রামকৃষ্ণ সেবাশ্রমের মন্দির প্রাঙ্গনে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা সমাপ্ত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ঘট স্থাপন অষ্টমী. নবমী ও দশমী বিহিত পূজা অঞ্জলি এবং প্রসাদ বিতরণ। নবমী পূজার রাত্রে সংস্কৃতি অনুষ্ঠানে বাঁশদহ মাতৃ সংঘের সভাপতি শীতু রানী সরকারের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা মিরপুর সারদা আশ্রমের মাতাজি ব্রহ্মচারী শ্রাবন্তী, বাঁশদহ রামকৃষ্ণ সেবাশ্রম এর সভাপতি কল্যাণী রায়, সহ-সভাপতি দেবপ্রসাদ সরকার, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সরকার, সহ-সাধারণ সম্পাদক পরিমল কুমার ঢালী, কোষাধাগ্য ভূদার স্বর্ণকার, সহ অন্যান্য অতিথি বৃন্দ।