বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সখিপুর ইউনিয়নে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা “মাসজিদে কুবা” নামাজ আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবতার মনোমুগ্ধতার উচ্চতায় দেবহাটার পাঁচটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশাশুনি তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নূরনগরে জামায়াতের সেটআফ প্রোগ্রাম ও মতবিনিময় শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

কালিগঞ্জ মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুরের দূর্নীতির তদন্ত-দুদক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুরে রহমান গাইনের দুর্নীতির তদন্ত করলেন দুদক। মোঃ মিজানুর রহমান গাইন চেয়ারম্যান থাকা অবস্থায় বিভিন্ন প্রকল্পে কাজ দেখিয়ে প্রকৃতপক্ষে ওই প্রকল্পে কোন কাজ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করায়, গত ১লা সেপ্টেম্বর ২০২১ তারিখে একই ইউনিয়নের দেয়া গ্রামের কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর ১২টি প্রকল্পের মোট ১১ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকা ,এবং ৮ মেট্রিক টন বরাদ্দকৃত খাদ্যশষ্য আত্মসাৎ উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী তৎকালীন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম প্রকল্প গুলো তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে গত ৫ অক্টোবর ২০২১ তারিখ ১২টি প্রকল্পের মধ্যে ৪ টি প্রকল্পের সম্পূর্ণ টাকা আত্মসাতে সত্যতা পাওয়া গেছে এবং ২টি প্রকল্পের আংশিক সত্যতা পাওয়া গেছে এই মর্মে জেলা প্রশাসক বরাবর একটি তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। তদন্ত প্রতিবেদনের আলোকে ১২ অক্টোবর ২০২১ তারিখ জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তদন্ত প্রতিবেদনটি প্রেরণ করেন। প্রতিবেদন প্রাপ্তির পর ৩ জানুয়ারি ২০২২ ইং তারিখ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আজিজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে ৪টি প্রকল্পের টাকা আত্মসাৎ এর তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় এবং চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান গাইনের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হাওয়ায় তার বিরুদ্ধে ফৌজদারী মামলা করার নির্দেশনা প্রদান করে। ওই চিঠির আলোকে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাশরুবা ফেরদৌস স্বাক্ষরিত ১৩ জানুয়ারি ২০২২ সালে একপরিপত্রে উপজেলা নির্বাহী অফিসার কালিগঞ্জকে ফৌজদারি মামলা দায়েরের পরামর্শ দিলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত ১৭ জানুয়ারি ২০২২ তারিখে ইউনিয়ন পরিষদ সচিব নাসরিন আক্তারকে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন এর বিরুদ্ধে ফৌজদারী মামলা করার নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ সচিব নাসরিন আক্তার ২৭ জানুয়ারি ২০২২ ইং তারিখে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের বিরুদ্ধে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবর প্রকল্প অর্থ আত্মসাৎ এর জন্য ফৌজদারি মামলা দায়ের করার জন্য একটি এজাহার করলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের মাধ্যমে ৩ এপ্রিল ২০২২ ইং তারিখে উক্ত অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর প্রেরণ করেন। প্রেরিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ৯ নভেম্বর ২০২৩ সকাল দশটায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন বিষয়টি সরে জমিনে তদন্ত করার জন্য মথুরেশপুর ইউনিয়নের সংশ্লিষ্ট প্রকল্প গুলিতে যান।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সড়ক উপবিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, সাতক্ষীরা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ রাশিদুর রেজা। তদন্তে ৪ চারটি পরিকল্পের মধ্যে ২টি প্রকল্পের সম্পূর্ণ টাকা আত্মসাৎ একটি প্রকল্পের আংশিক কাজ এবং একটি প্রকল্প নির্দিষ্ট জায়গায় কাজ না করে অন্য জায়গায় কাজ করেছে বলে জানা যায়।এ সময় উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম,সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,্ইউপি সচিব নাসরিন আক্তার,ইউপি সদস্য মোৎ মোদাচ্ছের হোসেন,মোঃ আরিজুল ইসলাম,শেখ রহমত আলী,সদস্য প্রমিলা মন্ডল সহ ও সকল ইউপি সদস্যগণ,সাংবাদিকবৃন্দ ও গন্যমন্যব্যাক্তিবর্গ।এ বিষয়ে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান গাইনের ব্যাবহৃত মুঠোফন ০১৭৩০৯৮৬৯২৩ নাম্বারে দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধি যোগাযোগ করলে ফোন বন্ধ থাকায় কোন কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com