স্টাফ রিপোর্টার ঃ খুলনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কালিগঞ্জ মহিলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা শ্রমিকলীগের আয়োজনে গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্যসের বাসভবনে জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি ও দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শম্ভুজিৎ বিশ্বাস, কালিগঞ্জ মহিলা শ্রমিকলীগের সভাপতি কানিজ সপ্না, সাধারন সম্পাদক লাইলা পারভীন, দেবহাটা সাধারন সম্পাদক শারমীন আলম সহ মহিলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় খুলনায় প্রধান মন্ত্রীর সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।