 
																
								
                                    
									
                                 
							
							 
                    কালিগঞ্জ ব্যুরো \ ৫০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী ও ১ চোরকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন কালিগঞ্জ পশ্চিম মৌতলা গ্রামের মৃত ফয়েজ আলীর পুত্র শাহ আলম (৫৯)। একই এলাকার তারা মুন্সির পুত্র সুমৌ, সোহাগ (৩৯) জানাগেছে গতকাল সন্ধ্যায় ৬টায় কালিগঞ্জ থানা পুলিশ একটি টিম অভিযান চালিয়ে আসামীকে ৫০ পিচ ইয়াবা সহ আটক করে। অপর অভিযানে ১ চোর কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। কালিগঞ্জ থানার ওসি মোঃ হালিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।