শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

কাশেমপুর কওমী মাদ্রাসা মাদানী জামে মসজিদ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ কাশেমপুর কওমী মাদ্রাসা মাদানী জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। এই মসজিদে একসাথে প্রায় ২০০০ হাজার লোক জুম্মার নামাজ আদায় করেন। গতকাল জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মসজিদ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, মসজিদ আল­াহর ঘর আল­াহর ঘরে দান করলে বিফলে যাই না। এর ফল অবশ্যই একদিন পাবেন। মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে সহজে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই মসজিদটি একদিন মডেল মসজিদে পরিনত হবে। মসজিদের সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, মসজিদের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফা। প্রিন্সিপাল মাওলানা আবু দাউদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতী হাফিজুল ইসলাম, হাফেজ মোস্তাফিজুর রহমান, এড. আজিবর রহমান, কওছার আলী, মাষ্টার শরিফুল ইসলাম, আলহাজ্ব ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। উলে­খ্য ৩৬ বছর ধরে এই প্রতিষ্ঠান চলমান রয়েছে। প্রাথমিক পর্যায়ে ১ বছর ১ মাস মসজিদটির কাজ শুরু করা হয়েছে। ৫০ লক্ষ টাকা ব্যায়ে মসজিদের কাজ চলমান রয়েছে। ১ কোটি টাকা ব্যায়ে মসজিদের নির্মান কাজ সম্পন্ন করা হবে। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ সিদ্দিকুর ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com