এফএনএস বিদেশ : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে জম্মুর পাঞ্জতীর্থী-সিধরা সড়কে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী সন্দেহজনক একটি ট্রাককে অনুসরণের পর উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে ট্রাকটির চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, ‘আমরা একটি ট্রাকের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করি। এই অবস্থায় সেটিকে অনুসরণের সিদ্ধান্ত নিই। ট্রাকটি জম্মুর সিধরায় থামানো হয়েছিল। সেখানে গাড়ি থেকে নেমে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তলাশি শুরু করলে ভেতরে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। জবাবে তাদের ওপরও পাল্টা গুলি চালানো হয়।’ এ ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। ট্রাক চালকের খোঁজে চিরুনি তলাশি চলছে এলাকায়।