সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কুল্যায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর দুস্থ কল্যাণ ফান্ডের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে বাহাদুরপুর দুস্থ কল্যাণ ফান্ড কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। ইউনিয়নের ৪০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বাহাদুরপুর দুস্থ কল্যাণ ফান্ডের সভাপতি আলী মুরতজা বাবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, আলহাজ্ব প্রভাষক জোবায়ের হোসেন, কুল্যা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ওমর ছাকী ফেরদৌস, আমেরিকা প্রবাসী ডাঃ আব্দুল হাকিম, এসিসিএফ ব্যাংক বুধহাটা শাখার ব্যবস্থাপক আবুল হাসান বাবলু, ইউপি সদস্য আলমগীর হোসেন ও নজরুল ইসলাম, নব-নির্বাচিত মহিলা মেম্বর তাহেরা বিশ্বাস প্রমূখ। বাহাদুরপুর দুস্থ কল্যাণ ফান্ডের সহ-সভাপতি রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় সমাজসেবক আলহাজ্ব ইয়াকুব আলী গাজী, ইউপি সদস্য আব্দুর রশিদ, উত্তম দাশ, বিশ্বনাথ সরকার, নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুল কাদের গাজী, আব্দুল কাদের সানা, বশির আহমেদ টুকু, বিউটি কবির, আরতী সরকারসহ শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাহাদুরপুর দুস্থ কল্যাণ ফান্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com