এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার কুল্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুল্যা রাইচ মিল চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজীর সভাপতিত্বে উপস্থিত জনসাধারনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন, আমি দল মত নির্বিশেষে গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু, সকল শ্রেণী পেশার মানুষের কাছের মানুষ এবং ভাই। কোন মানুষ কোন সুবিধা অসুবিধায় পড়লে, আমি জানতে পারলে নিজ উদ্যোগে সাধ্যমত তাকে সহযোগিতা করে থাকি। আমি সর্বদা আশাশুনি উপজেলা বাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। এসময় তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন। ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরের সঞ্চালনায় এসময় এ্যাডভোকেট দেবাশীষ মুখার্জি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স.ম এবাদুল হক, সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম, পুলিশিং কমিটির সভাপতি রমজান আলী, ইমাম ওবায়দুল্লাহ হক, মন্দিরের সেবায়েত বিকাশ ব্যানার্জি, ইউপি সদস্য আব্দুল কাদের গাজী, নজরুল ইসলাম, তাহেরা বিশ্বাস, শিক্ষক নিতাই কর্মকারসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।