শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

কুল্যায় চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে গ্রীল কেটে চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যায় বাড়ির লোকজনকে চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে গ্রীল কেটে মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে কুল্যা গ্রামের আবু তৈয়ব সরদার (তপু) এর বাড়িতে এ ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের সূত্রে জানাগেছে, কুল্যা গ্রামের বিশিষ্ট ক্রীড়াবিদ আবু তৈয়ব সরদার (তপু) ঘটনার রাতে পীর সাহেবের বাড়ির মসজিদে তারাবী সালাত শেষে বাড়ি ফিরে রাত্র ১১ টার দিকে স্বামী-ঘুমিয়ে পড়েন। পরদিন ১৯ এপ্রিল সকালে কাজের মহিলা বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা-জানালা খোলা এবং স্বামী-স্ত্রী অঘোরে ঘুমাচ্ছে। সন্দেহ হলে মহিলা পাশের লোকজনকে খবর দিলে তাদেরকে অজ্ঞান অবস্থায় দেখে চুরির বিষয়টি সন্দেহ হয়। চিকিৎসক ডেকে তাদেরকে সেলাইন ও ঔষধপত্র দিয়ে চিকিৎসা চলছে। বাড়ির লোকজন খোঁজখবর নিয়ে বুঝতে ও ধারনা করছেন, চোরেরা বিল্ডিং এর ছাদে উঠে চিলেকোঠার দরজা না থাকায় সেখান দিয়ে নীচে নেমে জানালা দিয়ে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দু’জনকে অজ্ঞান করার পর জানালার গ্রীল এর ৪টি রড কেটে ভিতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে তাদের কন্যা বাড়িতে ফিরে দেখে প্রাথমিক ভাবে ধারনা করছেন, স্বর্ণের বালা, চেইন, আংটি, কানের দুল, নগদ টাকা ও ৩টি লক্ষীঘট ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। বাড়ির মালিক অবচেসন থাকায় জিজ্ঞাসাবাদ করতে না পারায় পরে এসে তথ্য নিয়ে ব্যবস্থা নেবেন বলে পুলিশ জানিয়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত স্বামী-স্ত্রীর অবস্থা উন্নতি ঘটলেও এখনো কথা বলার মত পরিস্থিতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com