মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কুশোডাঙ্গায় রাস্তা ভেঙ্গে পুকুরে \ জনদুভোগ চরমে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

কুশোডাঙ্গা (কলারোয়া) প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের চলাচলের একমাত্র গ্রামীণ রাস্তা ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এর কারণ হিসেবে স্থানীয় লোকজন দায়ী করেছেন পুকুরের মালিকগনকে। স্থানীয়রা বলছেন, পুকুরের মালিকগন নিজেদের স্বার্থে মাছ চাষের জন্য পুকুর খনন করে। রাস্তার পাশের সরকারী জায়গা পুকুরের গর্ভে বিলীন হওয়ায় রাস্তাকে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করছে। যার ফলে জনগুরুত্বপূর্ণ সরকারী এই রাস্তা ভেঙ্গে গিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে পুকুরের পাশে গাইড ওয়াল দিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপির ভাটার মোড় হতে কুশোডাঙ্গা সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী সহ হাজারো মানুষ আসা-যাওয়া করে। রাস্তাটির পাশে দুটি পুকুর রয়েছে। এতে পুকুর পাড় না থাকায় রাস্তা ভেঙ্গে পড়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার মোঃ আবুল হোসেন রাস্তার পাশে মাছ চাষের জন্য পুকুর খনন করেছেন। দীর্ঘ দিন ধরে এই পুকুরে মাছ চাষের ব্যবসা করে আসছেন। মাষ চাষে তাদের পরিবার লাভবান হলেও ক্ষতি হচ্ছে ওই গ্রামের মানুষের চলাচলের একমাত্র সরকারী রাস্তাটির। পুকুরগুলো যেন কাল হয়ে দাড়িয়েছে জনগুরুতপূর্ণ এই রাস্তাটির। ১০নং কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদ আলী গাজী বলেন, রাস্তার পাশে দুটি পুকুর রয়েছে। পুকুরের মালিকদের নোটিশ করে সমস্যাটি সমাধানের চেষ্টা করবো। কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com