শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

কৃষ্ণনগরে যুবকের হাত ধরে ৩ সন্তানের জননী অজানার উদ্দেশ্যে পাড়ি, বিপাকে স্বামী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে ৩ সন্তানের জননী, ৩৮ বছর বয়সী গৃহবধু জোছনা বেগম, ৩০ বছর বয়সী পিরোজ পুরের যুবক, রুবেলের হাত ধরে অনাবিল সুখের আশায় অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ২ এপ্রিল ভোরের দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে, এ ঘটনায় গৃহবধুর স্বামী আশরাফ গাজী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করিয়াছে। জানা যায়, গত কয়েক দিন আগে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপ-টিউবঅয়েল বসানোর জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক, পিরোজপুরের জিয়া নগর উপজেলার গাজীপুর গ্রামের মোঃ খোকনের পুত্র রুবেল(৩০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নদীর ধার সংলগ্ন মৃত নূর ইসলামের পুত্র আশরাফ গাজীর বাড়ীতে আসে। এ সময়ে বাড়ির মালিক ইট ভাটা শ্রমিক আশরাফ গাজী কাজের সুবাদে ২ সন্তান রবিউল (১৮) ও আমিনুর (১২) সহ বরিশাল জেলাতে অবস্থান করছিল। বড় ২ পুত্র ও স্বামী আশরাফের অনুপস্থিতিতে টিউবয়েল শ্রমিক রুবেলের সাথে জোসনা বেগমের ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয় এবং সুযোগ বুঝে রুবেলের হাত ধরে গৃহবধু জোসনা বেগম ৮ বছরের কন্যা সন্তান মরিয়ম কে রেখে গত শনিবার ভোর রাত্রে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এদিকে গৃহ বধুর স্বামী আশরাফ জোসনা বেগমের অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার খবর জানতে পেরে বরিশালের ইট ভাটা থেকে ২ পুত্র সহ বাড়ীতে ফিরে ৮ বছরের একমাত্র কন্যা মরিয়ম ও ২ পুত্র রবিউল, আমিনুর কে নিয়ে বিপাকে পড়েছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার যা কিছু ছিল তার সব কিছুই নিয়ে রুবেলের সাথে চম্পট দেওয়ায় স্ত্রী, ঘরে নেই টাকা পয়সা তার উপর ছোট কন্যার মায়ের শোকে অনাবর্ত কান্না আর বড় ২ পুত্রের অসহায় চাহনীর কাছে আশরাফ একান্ত অসহায় কিংকর্তব্য বিমূঢ়। এলাকাবাসী ও সাবেক ইউপি সদস্য নূরুল হক জানান ইতিপূর্বে জোসনা বেগম একাধিক ব্যাক্তির সঙ্গে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়ে ছিল । স্বামী আশরাফ ২ দুই পুত্র ও ১ কন্যা সন্তানের কথা বিবেচনা করে সালিশ মিমাংশার মাধ্যমে স্ত্রীকে পুনঃ রায় মেনে নিয়ে ছিল। প্রায় ২০ বছর পূর্বে শ্যামনগর উপজেলার কাশীমাড়ী ইউনিয়নের ঝাপালী গ্রামের মোঃ তোফায়েল সরদারের কন্যা জোসনা বেগমের সাথে ইসলামী শরিয়ত মোতাবেগ কালিকাপুরের আশরাফ গাজীর বিবাহ হয়। উক্ত ঘটনাটি এলাকায় মুখরোচক খবরে পরিণত হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com