শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদক চুরি ছিনতাই ও চাঁদাবাজিতে অতিষ্ট তিন ইউনিয়ন নির্ঘুম রাত কাটছে ধুলিহর ব্রহ্মরাজপুর ও ফিংড়ীবাসীর \ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা আটুলিয়ায় ভুয়া রক্ত পরীক্ষা করছে একদল প্রতারক চক্র নূরনগর ক্যাটারিং সার্ভিসের ইফতার মাহফিল দ্বিতীয় ব্লকে ধান চাষের জন্য বিশেষ প্রস্তুতি উৎপাদন বাড়াতে পরিকল্পনা ও পরিকল্পিত চাষাবাদ জরুরী কালিগঞ্জের কাটুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন ড. মিজানুর রহমান রতনপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দেবহাটার কোমরপুরে রেকর্ডীয় জায়গায় রাস্তা নির্মাণে বাঁধা সন্ত্রাসী হামলা ও লুটপাট \ আহত পাঁচ কুলিয়ায় বিএনপির ইফতার মাহফিল বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সমাপনী

‘কেজ ফাইট’ নিয়ে জকারবার্গ-মাস্কের বাকযুদ্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

এফএনএস বিদেশ: মেটা এবং ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে তার প্রতিদ্ব›দ্বী ব্যবসায়ী এবং আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান ইলন মাস্কের ‘কেজ ফাইট’ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ববাসী। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগযাযোগমাধ্যম এখন সরগরম। কেজ ফাইট এক ধরণের মিক্সড মার্শাল আর্টের প্রতিযোগিতা। এটি মূলত দুইজন খেলোয়াড়ের মধ্যে অনুষ্ঠিত হয়, যারা একটি অ্যালুমিনিয়াম বা ধাতব তারের তৈরি খাঁচার মধ্যে একটি নির্দিষ্ট সময় লড়াই করেন। মার্ক জকারবার্গ এবং ইলন মাস্ক খাঁচায় বন্দি থেকে ঠিক কী কী করবেন, এখন তা নিয়েই উৎসুক বিশ্ববাসী। কিন্তু কেজ ফাইট ম্যাচকেটি ইলন মাস্ক গুরুত্ব সহকারে নিচ্ছে না বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, ‘আমরা সবাই একমত এটিকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না ইলন। তাই সরে আসা উচিত। ’জকারবার্গ তার থ্রেড সামাজিক প্ল্যাটফর্মে এ কথা লিখেছেন। তিনি আরো লিখেছেন, ‘আমি একটি তারিখের প্রস্তাব দিয়েছিলাম… কিন্তু ইলন সেটি নিশ্চিত করেননি। এরপর তিনি জানালেন, তার অস্ত্রোপচারের প্রয়োজন। এখন আবার বলছেন, আমার বাড়িতে অনুশীলন করবে।’এর পরেই মাস্ক দ্রæত তার মাইক্রো বøগিং সাইট এক্স-এ তার প্রতিক্রিয়াও জানায়। যেটি আগে টুইটার নামে পরিচিত ছিল। সেখানে তিনি লিখেছেন,‘জুক একটি মুরগি।’ টেসলা বস আরো জানিয়েছেন, ‘গতকাল সোমবার সিলিকন ভ্যালিতে যাবো। তার ( জকারবার্গ ) দরজায় আঘাত করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ’দুই টেক জায়ান্ট বহুল প্রচারিত চ্যারিটি ম্যাচে একে অপরের সঙ্গে লড়াই করার বিষয়ে, সোশ্যাল মিডিয়ায় বারবার তাদের মন্তব্য জানাচ্ছেন। এর আগে, শুক্রবার এক টুইটে ইলন মাস্ক জানান, কেজ ফাইটটি ইতালির রোমে অনুষ্ঠিত হবে। এই যুদ্ধ সরাসরি টুইটার এবং মেটায় স¤প্রচার করা হবে। কেজ ফাইটটি ইউএফসি নয় আমার ও মার্ক জাকারবার্গের ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালনা করা হবে। সবকিছুই হবে প্রাচীন রোম শহরে। অতএব কোনো কিছুই আধুনিক হবে না। তিনি বলেন, এ থেকে যা আয় হবে তার সবই দাতব্য প্রতিষ্ঠানে যাবে। মাস্ক আরো জানান, ইতোমধ্যে তিনি এ বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী ও দেশটির সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তবে ভেন্যুর তারিখ সম্পর্কে কিছু জানাননি তিনি। প্রথমে ইলন মাস্ক লাস ভেগাসের ইউএফসি অক্টাগনের কথা বললেও, এবার সেটাই পালটে ইতালির রোমের কথা বলছেন। তবে যেখানেই হোক, দুই ধনকুবের খাঁচার মধ্যে আটকা থেকে পরস্পরকে লাথি ঘুষি মারছেন, এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। তাই উত্তেজনা বেড়েই চলেছে। দুই ধনকুবের কীভাবে একে অন্যের ওপর পেশী শক্তির প্রদর্শন করেন, সেটাই দেখার পালা এখন। জকারবার্গের মেটা জুলাইয়ের শুরুতে টুইটার-এর মতো থ্রেডস প্ল্যাটফর্ম চালু করে। এরপর দুইজন টেক টাইকুন সরাসরি প্রতিযোগী হয়ে উঠেছে। মাস্ক শুক্রবার বলেছিলেন, ডান কাঁধের সমস্যার জন্য তাকে ছোট অস্ত্রোপচার করতে হতে পারে। সুস্থ হতে কয়েক মাস সময় লাগবে। সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com