কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি \ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ৭৮ নং কৈখালী মহাজেরিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর বাসা সংলগ্ন রাস্তাটি চলাচলের সম্পুন্ন অনুপোযোগী হয়ে গেছে। জনসাধারনের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, এলাকাবাসী সূত্রে জানা গেছে রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় জাগায় জাগায় বড় বড় খানা খন্দকে তৈরি হয়েছে তাতে করে স্কুল-মাদ্রাসার ছাত্রছাত্রীরা স্কুলে যেতে বিড়ম্বনা করতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ মানুষের চিকিৎসার জন্য নিয়ে যেতে পোহাতে হচ্ছে অসহনীয় কষ্টে, মহিলাদের সন্তান প্রসবের জন্য হাসপাতালে নিতে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি এলাকাবাসীর দাবি যাতে দ্রুত রাস্তাটি সংস্কার হয় সে জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে রাস্তাটি দ্রুত সংস্কারের জোর দাবি জানান।