স্টাফ রিপোর্টার ঃ কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ৪০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী খুলনা জেলার কয়রা গ্রামের আব্দুস সবুর পুত্র আব্দুলাহ হোসেন (১৯) ও মদিনাবাদ গ্রামের আফজাল হোসেনের পুত্র আজহারুল ইসলাম (১৯)। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪ঠা ফেব্র“য়ারি দুপুরে কোস্ট গার্ডের একটি দল খুলনা জেলার দাকোপ নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ আসামীদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আলামত সহ দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। লেঃ কমান্ডার এম মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।