স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ক্রয়কৃত সম্পত্তিতে জোর করে দখলের চেষ্টা বাধা দেওয়ায় শাহানারা খাতুন রিনা নামে এক নারীকে মারপিট করে জখম করার অভিযোগে সদর থানায় এজাহার দিয়েছে ভুক্তভোগী পরিবার। এজাহার সূত্রে জানাগেছে শহরের মধুমালারডাঙ্গী এলাকার বাসিন্দা সহিদুল ইসলাম ৪ কাঠা জমি কোবলা মূলে ক্রয় করে বসতঘর নির্মান করে দীর্ঘদিন ভোগ দখলে আছেন। প্রতিপক্ষ পলাশপোল এলাকার মাহবুবুর রহমান মন্টু, শেখ আমজাদ হোসেন, সাইফুল ইসলাম জনি সহ নাম উলেখপুর্বক ৪ জন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন গতকাল সকালে এসপি বাংলোর পাশে ঐ জমিতে জোরপূর্বক প্রবেশ করিয়া দখলের চেষ্টা করে এসময় তারা লোহার রড, হাতুড়ি, সহ বাশের লাঠি দিয়ে জমি দখলের চেষ্টা করে এ সময় সহিদুলের কন্যা, শাহানারা খাতুন রিনা বাঁধা প্রদান করলে তাকে পিটাইয়া জখম করে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালে চিকিৎসাধীন রীনা জানান, এটা তার খরিদ কৃত সম্পত্তি। দীর্ঘদিন শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করিয়া আসেিতছে। দলিলে পূর্ব পশ্চিম বরাবর চৌহার্দ থাকলেও অভিযুক্তরা দলিল নিয়মনীতিকে তক্কা না করে গায়ের জোরে উত্তর দক্ষিন করা জমি দখলের চেষ্টা করছে। বাধা দেওয়ার আমাকে মারপিট করে জখম করেছে। এ বিষয়ে জানতে চাইলে তবিবর হাসান জানান, দীর্ঘ চলিশ বছর জমি ক্রয় করে আমি ভোগদখলে আছি। এখন ঘর করতে জাওয়ায় রিনা বাধা প্রদান করছে। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার এসআই শাহাজান দৃষ্টিপাতকে জানান, জমি জায়গা বিরোধের জের ধরে রিনা কে মারপিটের ঘটনায় তার পিতা অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।