কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ সুন্দরবন খুলনা রেঞ্জের উদ্যোগে ও ইকো-ট্যুরিজম প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক বন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১১ টায় হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী। প্রধান শিক্ষক নিহার রঞ্জন সরদারের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য মহশিষ সরদার, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খায়রুল আলম, কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোবারক হোসেন, হায়াতখালী বন টহল ফঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারাফ হোসেন প্রমুখ। অপরদিকে কয়রা পলী মঙ্গল ও ৪নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক বন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, সিএমসির কেশিয়ার মোঃ রিয়াছাদ আলী, প্রধান শিক্ষক আঃ খালেক মিনাক্ষী রানী রায়,বন কর্মি মোঃ হাবিবুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। এ ছাড়া নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় ও সুতারখালী স্টেশনে আন্তর্জাতিক বন দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ও সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান এতে বক্তব্য রাখেন।